ক্যামেলিয়া হাসপাতাল স্টাফদের ২য় দিনেও অবস্থান কর্মসূচী ক্যামেলিয়া হাসপাতাল স্টাফদের ২য় দিনেও অবস্থান কর্মসূচী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ বড়লেখায় ঝড়ে উড়ে গেছে পৌরভবনের চাল-ব্যাপক ক্ষয়ক্ষতি, অধিকাংশ এলাকা বিদ্যুতহীন

ক্যামেলিয়া হাসপাতাল স্টাফদের ২য় দিনেও অবস্থান কর্মসূচী

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: বিভাগীয় শ্রম দপ্তর কর্তৃক প্রদত্ত সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন না করার প্রতিবাদে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীরা দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে অবস্থান ধর্মঘট পালন করেন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা। এ সময়ের মধ্যে তাদের দাবী দাওয়া মেনে না নিলে লাঘাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

শমশেরনগর চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, পানিওয়ালা, মালি, ক্লিনার, ধোপা, বাবুর্চি ও পাহারাদারসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মচারীরা তাদের দাবি দাওয়া নিয়ে ইতিপূর্বে হাসপাতালের প্রশাসকসহ সংশ্লিষ্টদের লিখিত আবেদন করেন। দাবি বাস্তবায়ন না হওয়ায় টানা তিনদিন ৩ ঘন্টা করে অবস্থান কর্মসূচী ঘোষণা করে। প্রথম দিন বুধবার সকালে হাসপাতালের বিভিন্ন পদের কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং বৃহস্পতিবার দ্বিতীয় দিনের কর্মসূচী পালন করেন।

ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীদের দাবীর পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের কর্মরত কর্মচারীদের চাকুরী ফাউন্ডেশনের চলমান নিজস্ব রুল রেগুলেশন অনুযায়ী পরিচালনা এবং কর্মচারীদের বাংলাদেশ চা সংসদ (বিসিএস) এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর মধ্যে সম্পাদিত চুক্তির সহিত সমন্বয় পূর্ব্বক বেতন ভাতা নির্ধারণ করে চলমান চুক্তিনামা হতে অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। এ সময় তাদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাে তনুময় বর্মা, খন মেরি রাল্ফ, শ্যামল অলমিক প্রমুখ।

এ ব্যাপারে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. বাহাউদ্দীন বলেন, হাসপাতালের মূল প্রশাসক ছুটিতে আছেন। তবে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক (ডিডিএল) যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি না মেনেই তারা তাদের কর্মসূচী পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews