বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া সাংবাদিক সমিতি উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক, দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক ‘দি ব্যাংলাদেশ টুডে’র কুলাউড়া উপজেলা প্রতিনিধি ও সিলেটভিউ ২৪.কমের নিজস্ব প্রতিবেদক প্রতিভাবান তরুণ সাংবাদিক শাকির আহমদের মৃত্যুতে রোববার বিকেলে শোকসভা করেছে বড়লেখা প্রেসক্লাব। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এ তরুণ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন- বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, আদিব মজিদ, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, দৈনিক সোনালী খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, খোলা কাগজ প্রতিনিধি রিপন দাস প্রমূখ।
প্রসঙ্গত, গত শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় শাকির ডায়াবেটিস ও হৃদরোগজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থা আরও খারাপ হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাত ১০টার দিকে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক শাকিরকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক শাকির আহমদ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে তিনি মা ও স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply