বকুল খান, স্পেন থেকে ::
মাদ্রিদের বাংলাদেশী অধ্যুষিত প্লাজা লাভাপিয়েছএ কমিউনিটির সর্বস্তরে নেতৃবৃন্দের উপস্থিতিতে দূতাবাসের মিনিস্টার ও মিশন প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল প্রধান অতিথির বক্তব্য রাখেন |
অনুষ্ঠানে সভাপতি আবু বকর চৌধুরী মামুন আনুষ্টানিক ভাবে একরামুজ্জামান কিরণকে সভাপতি-সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল ও বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সংঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হুসাইন ।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ও শুভেচ্ছা জানান ,নবনির্বাচিত সদস্যদের মধ্যে ,সহ সভাপতি আমির হোসেন ,হাসান তারেক ,যুগ্ম সম্পাদক শওকত হুসেন , কাজী আহসান , হোসেন , খসরু হাসান , সৃজন আহমেদ , রিপন আহমেদ ,মোঃ রবিন, মোঃ রনি ,মেরাজুল উল আলম চৌধুরী,সাদির হুসেন জাহাঙ্গীর হুসেন, ফরিদ আহমেদ, মোঃ সুমন ,ফয়জুল্লাহ ,ফারহান ইয়াসমিন, নাজনীন হাসান ,কামিনী বেগম,মোঃ সুমন ,শাওন ভূঁইয়া প্রমুখ | অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ,বকুল খান ,স্পেন থেকে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বর্ণাঢ্য অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে |মাদ্রিদের বাংলাদেশী অধ্যুষিত প্লাজা লাভাপিয়েছএ কমিউনিটির সর্বস্তরে নেতৃবৃন্দের উপস্থিতিতে দূতাবাসের মিনিস্টার ও মিশন প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল প্রধান অতিথির বক্তব্য রাখেন |
অনুষ্ঠানে সভাপতি আবু বকর চৌধুরী মামুন আনুষ্টানিকভাবে একরামুজ্জামান কিরণকে সভাপতি-সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল ও বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সংঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হুসাইন |অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ও শুভেচ্ছা জানান ,নবনির্বাচিত সদস্যদের মধ্যে সহ সভাপতি আমির হোসেন , হাসান তারেক ,যুগ্ম সম্পাদক শওকত হুসেন , কাজী আহসান , হোসেন ,খসরু হাসান ,সৃজন আহমেদ ,রিপন আহমেদ ,মোঃ রবিন ,মোঃ রনি ,মেরাজুল উল আলম চৌধুরী,সাদির হুসেন জাহাঙ্গীর হুসেন ,ফরিদ আহমেদ ,মোঃ সুমন ,ফয়জুল্লাহ ,ফারহান ইয়াসমিন ,নাজনীন হাসান ,কামিনী বেগম, মোঃ সুমন ,শাওন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মুতাসিমুল ইসলাম , সর্বইউরোপীয়ান নারায়ণগঞ্জ এসোসিয়েশনের ও অস্ট্রিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফিরোজ ,বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি জামাল উদ্দিন۔ মনির , এস আই আর এস রবিন ও আল মামুন এবং লিয়াকত হুসেন ,বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর |
অনুষ্টানে টেলিবকন্ফারেন্স বক্তব্য রাখেন, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি ও সাবেক নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি সোহেল ভূঁইয়া ,,বেঙ্গল আজাদ ,মাওলানা আব্দুর রাজ্জাক ,নারায়ণ গঞ্জ জেলা এসোসিয়েশনের উপদেষ্টা কুদরত আলী ,আতাউর রহমান খান , ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ ,কমিউনিটি নেতা নূর হোসেন , পাটোয়ারী ,,আব্দুল কাইয়ুম মাসুক ,আব্দুল কাইয়ুম সেলিম ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আহ্বায়ক সুমন নূর ও এ কে এম জহিরুল ইসলাম সাবেক সাধারণ , রাসেল দেওয়ান,,মাসুদুর রহমান নাসিম۔۔ফরিদপুরের সভাপতি ,হেমায়েত খান ,সাধারণ সম্পাদক তোতা কাজী ,তামিন চৌধুরী ,বেলাল আহমেদ ,আফসর হুসেন নীলু ,কুমিল্লা জেলা এসোসিয়েশনের সভাপতি মুরাদ হুসেন ,নোয়াখালী জেলা এসোসিয়েশনের জালাল আহমেদ ,কমিউনিটির তরুণ নেতা শাওন আহমেদ ,টিটন বিশ্বাস ,বদরুল কামালী প্রমুখ |#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply