বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় এক ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে সোমবার সকাল সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ১২টায় পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়া শিশুর নাম সিয়াম আহমদ। সে উপজেলার তারাদরম গ্রামের ব্যবসায়ি আব্দুল হামিদের ছেলে। অপরদিকে শিশু মাহের আহমদ উপজেলার সুজানগর গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের মাওলানা শামছুল ইসলামের ছেলে।
ধারণা করা হচ্ছে অত্যাধিক গরমের কারণে বাবা-মা ও পরিবারের সদস্যদের অগোচরে এ দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত শিশুদের পারিবারিক সুত্রে জানা গেছে, তারাদরম গ্রামে নিজ বাড়িতে শিশু সিয়াম আহমদ ও সুজানগর গ্রামে নানা বাড়িতে শিশু মাহের আহমদ সোমবার সকাল ও দুপুরে নিখোঁজ হলে স্বজনরা তাদেরকে বিভিন্ন স্থানে খুজতে থাকেন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে নামেন। সেখান থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন তার এলাকাধীন তারাদরম গ্রামের শিশু সিয়াম আহমদ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মুহিবুর রহমান কামাল নানা বাড়ি বেড়াতে গিয়ে শিশু মাহের আহমদ পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, উভয় শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দু’টি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply