মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন পূর্বগ্রামে হাসি খুশি মোটরস এর সত্বাধীকারী বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহিন মিয়া সহ এলাকাবাসীর সার্বিক সহযোগীতা ও অর্থায়ণে একটি নান্দনিক মসজিদের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম মজসিদ ভবন উদ্বোধন করেন।
এসময় ১০নং ছাতিয়াইন ইউনিয়নের চেয়াম্যান শহীদ উদ্দিন আহমেদ,হাসি খুশি মোটরস এর সত্বাধীকারী মোঃ শাহীন মিয়া,সমাজ সেবক সহিদুল ইসলাম বাবু এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন। শাহীন মিয়া বলেন এলাকাবাসীর সার্বিক আর্থিক সহযোগিতায় আমি নির্মাণ কমিটির সভাপতি হিসাবে এরকম একটি মসজিদ তৈরি করতে পেরে মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। ###
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply