বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে তিন আসামীকে ৩ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দন্ডিতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে জাকির হোসেন, সুপাতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মিনহাজুর রহমান অপু ও মৃত আয়াতুর রহমানের ছেলে মো. সারোয়ার হোসেন রাজু। রায় ঘোষণাকালে এদের মধ্যে মিনহাজুর রহমান অপু পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন শাহবাজপুর বাজারের দক্ষিণ দিকে পাল্লাথল চা বাগান রোডের মোড়ে আসামীদের বহনকারী প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এঘটনায় মিনহাজুর রহমান অপু, মো. সারোয়ার হোসেন রাজু ও জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ আদালতে সোপর্দ করে।
আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে ৩ আসামীর ৩ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। এদের মধ্যে এক আসামী পলাতক রয়েছে। মঙ্গলবার বিকেলে সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন ও মো. সারোয়ার হোসেন রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।#
Leave a Reply