বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাপার সম্মানিত সদস্য হেলাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা স্থানীয় কানুনগো বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
গত ৫ জানুয়ারী বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সঙ্গবদ্ধভাবে হামলা চালিয়ে নৃশংসভাবে জাপা নেতা হেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। তাদের হামলায় হেলাল উদ্দিনের তিন ছেলে ও দুই ভাতিজা গুরুতর আহত হয়। নিহতের ভাই বেলাল আহমদ হামলা ও হত্যাকারীদের ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ মাত্র ৫ জন আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। পলাতক অন্যান্য আসামীরা বাদি পক্ষকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব চান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, নিহত জাপা নেতার ভাই সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মানিক, ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ছুপিয়ান আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply