বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে যমুনা গ্রুপ ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়। পরে কেক কেটে আলোচনা সভা শুরু হয়।
বড়লেখা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নুর সভাপতিত্বে এবং যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রবের পরিচালনায় মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্ঠা জুনেদ রায়হান রিপন, উপজেলা স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মাস্টার, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, মিজানুর রহমান, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ, মস্তফা উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারা বাতিলের দাবী জানান। এ আইনটি প্রণয়নের পরই যে দাবীটি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম জানিয়ে ছিলেন।
Leave a Reply