বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় :নানা আয়োজনে সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশন’ দক্ষিণভাগ বাজারে দিনব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রমের আয়োজন করেছে। সকালে প্রধান অতিথি হিসেবে ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। উক্ত ক্যাম্পে এলাকার দেড় শতাধিক মানুষের ব্লাড গ্রুপিং করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষে দিবসের প্রথম প্রহরে বড়লেখা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদ্বীপ বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।#
Leave a Reply