বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখার পরগোনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মছদ্দর আলী’র নাতি দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমান মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে সোমবার দুপুরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও হিফজ শাখা পরিদর্শণ করেছেন।
পরে তারা মাদ্রাসার সকল বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে আজীবন দাতা সদস্য হওয়ার জন্য মাদ্রাসায় এক লক্ষ টাকা এবং হিফজ বিভাগের একজন ছাত্রের লেখাপড়ার ব্যয়ভার বহনের আশ্বাস প্রদান করেন। পরে মাদ্রাসায় আগমন উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর পূর্ব গোষ্ঠীর প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন পংকি, মাদ্রাসার অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন, সুহেল আহমদসহ শিক্ষকবৃন্দ।
এর আগে সকালে দীর্ঘ ২৫ বছর পর দেশে আসায় ওয়াহিদুর রহমান ও আতিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করে দৌলতপুর পূর্ব গোষ্ঠী।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply