কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সামাজিক বনায়নের আগর গাছ কেটে পাচারকালে সিএনজি আটোরিক্সাসহ ৩ জনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার আদমপুর বনবিটে ২০০০-২০০১ সনের সামাজিক বনায়নের আগর গাছ শনিবার (২ এপ্রিল) ভোর রাতে কেটে পাচার করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদমপুর বনবিটের কর্মীরা পাচারকারীদের পিছু ধাওয়া করে বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে পাচারে ব্যবহৃত সিএনজি আটোরিক্সাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো- আদমপুর ইউনিয়নের পুর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী (৪৫), মৃত মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া (২৬) এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া (৩০)। এ সময় ৫ বস্তা আগর গাছের খন্ডাংশ, যার পরিমাণ ২৬ ঘনফুট আগর গাছসহ সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১২-৩৮৩৯) আটক করা হয়।
আদমপুর বন বিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply