বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পল্লী চেয়ারম্যান উন্নয়ন সংস্থা গত ৫ এপ্রিল চিঠির মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাছাই পর্বে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ‘মহান স্বাধীনতা পদক ও বিজয় পদক-২০২২’ এর জন্য তাকে নির্বাচিত করে। সততা, ন্যায়-নিষ্ঠার সাথে সামাজিক ও সমাজসেবায় জনগণের মাঝে বিশেষ ভূমিকা ও অবদান রাখায় তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
আগামী মে মাসের যেকোন দিন ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে বিজয় মিলন অনুষ্ঠানে তাকে সম্মাননার উপহার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মমতাজ বেগম এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেন মাতুব্বর, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক শেখ আক্তারুজ্জামান, বিশিষ্ট সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পল্লী চেয়ারম্যান উন্নয়ন সংস্থার জার্মান উপদেষ্টা এল এন আইনুন লুইস।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply