কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানউন্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস সামাদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ ৪০টি ভেড়া বিতরণ করেন। পরবর্তীতে পর্যায়েক্রমে তালিকাভুক্ত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে সর্বমোট ২০০টি ভেড়া বিতরণ করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews