বড়লেখা প্রতিনিধি:
বড়লেখার শাহবাজপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত দেড় ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই আগুনে পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- আব্দুস শুক্কুরের চায়ের হোটেল ও ভেরাইটিজ ষ্টোর, সেলিম আহমদ বাবুলের দোকান, নজরুল ইসলামের ভেরাইটিজ ষ্টোর, ইছমত আলীর মুদির দোকান, জুয়েল আহমদের কম্পিউটারের দোকান, নূর হোসেনের মুদির দোকান, আলম মিয়ার হোটেল ও আব্দুল জলিলের কাপড়ের গোদাম।
এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে রোববার সকালে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড় ঘটিকার দিকে শাহবাজপুর কাঁচাবাজারের আমির মার্কেটে আগুন জ্বলতে দেখে বাজারের নৈশপ্রহরী ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই এ সবজি মার্কেটের ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ‘বাজারের চৌকিদার আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১১ টি দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ধারণা করা হচ্ছে।’
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও পুরোপুরি নিরুপণ হয়নি।’
Leave a Reply