কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ কিলোমিটার রাস্তা পাকা করণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ৮৮ লক্ষ ১২ হাজার ৪৫৪ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালাছড়া সার্কুলার সড়ক ভায়া কালাছড়া স্লুইস গেইট ১ কিলোমিটার ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৮১ টাকা ব্যয়ে এবং বিকেলে মাধবপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে আদমপুর ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত ১ কিলোমিটার সড়ক ৯০ লাখ ৭৮ হাজার ৮৭৩ টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসব সুধী সমাবেশে বক্তব্য রাখেন এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ আজীম উদ্দীন সরদার, কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিন, আওয়ামী লীগ নেতা এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, দেওন্ডী টি কোম্পানী লিমিটেড এর মহা-ব্যবস্থাপক শওকত আলম হিলালী, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড ধলাই ভ্যালির উপ-মহাব্যবস্থাপক মোঃ সামছুল ইসলাম সেলিম, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসাইনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply