বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের এক চা শ্রমিক তরুণী কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম রঞ্জিতা উড়িয়া (১৯)। সে মোকাম সেকশনের নেদু উড়িয়ার মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে স্বজনদের নিকট হস্তান্তর করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চা শ্রমিক তরুণী রঞ্জিতা উড়িয়া বুধবার সকালে ঘাস নিধনের জন্য ঘরে থাকা কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রতিবেশীরা জানান, নিহত রঞ্জিতার বিয়ের কথাবার্তা চলছিল। ধারণা করা হচ্ছে, তার মতের বিরুদ্ধে অভিভাবকরা হয়তো তাকে বিয়ে দেওয়ার তৎপরতা চালান। এতে অভিমান করে বিষপানে সে আত্মহত্যা করেছে।
বড়লেখা থানার এসআই স্বপন জানান, ময়না তদন্ত শেষে রাতে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। পিএম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply