এইবেলা, কুলাউড়া :: এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের আয়োজনে ২০১৯ সালে অনুষ্ঠিত আব্দুস শুকুর এপেক্স প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি এপেক্সিয়ান আব্দুল বাছিত জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অতীত সভাপতি এপেঃ তোফায়েল আহমদ ডালিম ও অতীত সভাপতি এপেঃ শহীদুল ইসলাম তনয়ের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সেবা পরিচালক এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ এর গর্ভনর এপে: এড. মোঃ জালাল উদ্দিন, ক্লাবের আজীবন সদস্য এপে: এডভোকেট এ.টি.এম মান্নান, এপে: এনায়েত হোসেন চৌধুরী, এপে: অধ্যক্ষ ফরহাদ আহমদ, এপে: এ.এফ.এম ফৌজি চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী এপে: আব্দুল মুহিত বাবলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: মোঃ আব্দুল জলিল, এপেক্সের আদর্শ পাঠ করেন ক্লাবের অতীত সভাপতি এপে: শাহীন আহমদ।
অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন অভিভাবকদের পক্ষে কুলাউড়া উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে হিন্দোল পাল দিব্য ও চৌধুরী তাহিয়াত রহমান আদিবা।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপে: শরীফ আহমদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র অতীত সভাপতি এপে: সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র অতীত সভাপতি মোঃ তাজুল ইসলাম, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপে: মোঃ মাহমুদুর রহমান, কুলাউড়া নবীনচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এপে: মোঃ সেলিম আহমদ, আনন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ সুজিত দেব, এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি এপে: সুবীর ভট্টাচার্য্য।
উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৭৮ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্যন্যনের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপে: সুরমান আহমদ, এপে: শফিউল আলম সৌরভ, সদ্য অতীত সভাপতি এপে: সোহেল আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: মোঃ জুবায়ের আহমদ সুহেল প্রমুখ।#
Leave a Reply