জিয়াউল হক জিয়া :: আরটিভি’তে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে নয়টায় প্রচারিত “ভিলেজ হট্টগোল” ধারাবাহিক নাটকের তৃতীয় ধাপের শুটিং হচ্ছে । স্বাধীন শাহের রচনায় ও ইমরান হাওলাদার পরিচালনায় গ্রামীণ পটভূমির ওপর নির্মিত নাটকটি প্রচার চলছে আরটিভিতে।
মঙ্গলবার থেকে রাজধানীর তিনশ’ ফুট ও তার আশপাশের মনোরম লোকেশনে চিত্রায়ন শুরু হয় ধারাবাহিকটির । নাটকের গল্পে গ্রামের তিন ডাক্তার-হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাট্যাভিনেতা আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া আহমেদ, বড়দা মিঠু, পুনম হাসান জুই, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, হান্নান শেলী, কেয়া মনি, রেশমী, আহমেদ সাজু, পারভেজ সুমন, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, ম আ সালাম, ফারগানা মিল্টন, জয় রাজসহ অনেকে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply