ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ ৫ই নভেম্বর, ২০২৪ইং রোজ মঙ্গলবার নিটার কনফারেন্স রুমে নিটার কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত “বিজয় নিটার গেমিং ফেস্ট-২০২৪” এর ফাইনাল রাউন্ডের খেলা গুলো অনুষ্ঠিত হয় এবং বেলা আনুমানিক ৩ ঘটিকায় পুরষ্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
পড়াশোনার পাশাপাশি বিনোদন এবং পারিপার্শ্বিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিটার কম্পিউটার ক্লাব প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এই “বিজয় নিটার গেমিং ফেস্ট-২০২৪” প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইভেন্টের সঞ্চালক হিসেবে ছিলেন মোহাম্মদ মামুন অর রশীদ তাসীন ও নিশিতা ইসলাম নোভা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক ড. মোহাম্মদ শাহরিয়ার সবুক্তাগীন (ভারপ্রাপ্ত), মডারেটর মোহাম্মদ সায়েদুজ্জামান এবং নিটার কম্পিউটার ক্লাবের কো-মডারেটর সাদিয়া সাজ্জাদ সহ নিটারের বেশকিছু শিক্ষকমন্ডলী।
প্রতিযোগিতায় ক্ল্যাশ রয়েল গেমে ৩য় স্থান অধিকার করে ফয়সাল আহমেদ, ২য় স্থান অধিকার করে শোয়াইব হোসেন এবং ১ম স্থান অধিকার করে সিফাত। ই-ফুটবল গেমে তাহমিদ মুন্তাসির ৩য়, লিমন ২য় এবং মাশরাফি বিন তাফসির ১ম স্থান অধিকার করে। ফিফা ২৩ গেমে মুস্তাকিম হাসান ৩য়, হাসান নওয়াব সৈকত ২য় এবং রুবায়েদ ইসলাম স্বপ্নীল ১ম স্থান অধিকার করে। এছাড়াও বিভিন্ন গেমে প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধমে বিজয়ী নির্বাচন করা হয়। সর্বশেষ পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উক্ত প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে নিটার সাংবাদিক সমিতি।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply