মো : বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ০৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুড়ি হলরুমে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিএম কুদরত-ই খুদা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফ্রেন্ডশিপ এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন সহ আরো অনেকে।
“ফ্রেন্ডশিপ” একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর মাধ্যমে কার্যকর সেবা দিয়ে আসছে।
জলবায়ু প্রভাবিত ঝুঁকিপূর্ণ চরগুলিতে সিবিআর পদ্ধতি বাস্তবায়নকারী একটি অগ্রগামী সংস্থা হিসাবে ‘ফ্রেন্ডশিপ’ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ লাভ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রেন্ডশিপ, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা থেকে ‘প্রতিবন্ধিতা বিষয়ক এওয়ার্ড’ পান প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক-সমাজসেবা, সহকারী পরিচালক-সমাজসেবা ও কনসালটেন্ট (ফিজিওথেরাপি), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’ কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply