ক্যাম্পাস প্রতিনিধি, নিটারঃ সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সিপিএল (কারেন্ট প্রিমিয়ার লীগ)”।
এর আগে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে আয়োজিত হয়েছিল বাইনারি প্রিমিয়ার লীগ, তারই ধারাবাহিকতায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে আয়োজিত হতে যাচ্ছে ” কারেন্ট প্রিমিয়ার লীগ”।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ফুটবল টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে এবং দলগুলোর স্বত্তাবিধকার হিসেবে থাকবেন ইইই ডিপার্টমেন্টের ই সম্মানিত শিক্ষকমণ্ডলী। “এফসি কোয়ান্টাম” এর স্বওাধিকারী সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইইই) মুয়াজ রহমান ও ক্যাপ্টেন হোসাইন অপু, “এফসি কিলোভল্টস” এর স্বওাধিকারী লেকচারার (ইইই) ইঞ্জি. সাখাওয়াত পারভেজ ও ক্যাপ্টেন শাহরিয়ার হাসান তানজিম, “এআই গ্লেডিয়েটরস” এর স্বওাধিকারী লেকচারার (ইইই) মুশফিকুর রহমান ও ইব্রাহিম আহমেদ এবং ক্যাপ্টেন মোঃ ফরহাদ হোসেন মুন, “এফসি পাওয়ার ফ্যাক্টর” এর স্বওাধিকারী লেকচারার (ইইই) তুহিন জাহান ও ক্যাপ্টেন রবিন আহমেদ।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply