এইবেলা, বড়লেখা ::
বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী যুবক তারেক আহমদকে গ্রেফতার করেছে। এসময় তার ঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান। এসময় থানার এসআই আবু সাইদ উপস্থিত ছিলেন। দন্ডিত তারেক আহমদ (৩৫) পানিধার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে রোববার রাতে পানিধার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। থানার এসআই আবু সাইদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সর্বাত্মক সহযোগিতা করে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী তারেক আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান মাদকসহ আটক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।#
Leave a Reply