এইবেলা, বড়লেখা ::
বড়লেখার ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থার অর্থায়নে এলাকার প্রধান সড়কে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ গুরুত্বপুর্ণ স্পট নির্দেশক সড়ক সাইন ষ্ট্যান্ড স্থাপন ও স্থানীয় ১৩ জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে ঘোলসা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
দক্ষিণ শাহাবজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের সভাপতিত্বে সাইফুল ইসলাম জিবু ও মুক্তাদির হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, স্কুল কমিটির সভাপতি রাহুল দাস, প্রধান শিক্ষক শিলা রাণী দত্ত, ঘোলসা প্রবাসী সমাজকল্যাণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সংবর্ধিত অতিথি রাব্বির হোসেন, স্পেন প্রবাসী সিপন আহমদ, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা বদরুল ইসলাম, ইউপি মেম্বার স্বারতি পুরকায়স্থ, সমাজসেবক আব্দুল কাইয়ুম, রহমত আলী, সামছুল ইসলাম পুতুল, সাবেক ইউপি মেম্বার সোনাহর আলী, সহকারী শিক্ষক রাহেল উদ্দিন, যুবলীগ নেতা সামছুল ইসলাম, মোর্শেদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ঘোলসা গ্রামের প্রবাসীরা গ্রামের দুঃস্থ গরীবদের সাহায্যার্থে ও গ্রামের উন্নয়নের লক্ষ্যে গড়ে তোলেন ঘোলসা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা। গত বছরের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে সংস্থার সদস্যরা প্রতিনিয়ত গ্রামের অসহায় দরিদ্রদের সাহায্য সহোযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে গ্রামের ২৫৪টি পরিবারকে ৪০ কেজি করে ত্রাণ সামগ্রী, ৫০ টি পরিবারকে কম্বল, একজন ক্যান্সার রোগীসহ আরো কয়েকজন রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। হাতে নেয়া হয়েছে গ্রামের উন্নয়নে অনেক প্রকল্প।#
Leave a Reply