বিশেষ প্রতিনিধি:
বড়লেখায় সাংবাদিক পরিচয়ে হুমকি-ধামকি ও হয়রানির অভিযোগে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবক ও একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধিকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নজমুল ইসলাম খান। সোমবার (৩ মে) বিকেলে তিনি এ দু’জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌর শহরের একটি রেস্টুরেন্টে একটি পারিবারিক আকদ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নজমুল ইসলাম খান। এই ছবিটি সংগ্রহ করে নজরুল ইসলাম ও তার সহযোগী গত ২৭ এপ্রিল ফোন করে দক্ষিণভাগ বাজারে নজমুল ইসলাম খানের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখানে গিয়ে তারা তাদের সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পরিচয় দেয়। তখন তারা পরিবারিক অনুষ্ঠানের ছবি দেখিয়ে বলে নজমুল ইসলাম খান বাল্যবিবাহ পড়িয়েছেন। এটা ইউএনও, ওসি, ডিসি, এসপি সবাই জানেন। দ্রুত সমাধান না করলে নজমুল ইসলাম খানকে পরদিনই গ্রেফতার করা হবে বলে ভয়ভীতি দেখায়, রাতের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে চাপ দিয়ে চলে যায়। এরপর তিনি আব্দুল জলিল নামে ২ নম্বর আসামির এক আত্মীয়ের সাথে যোগাযোগ করে তার বাড়িতে পাঠান। সেখানে ২ নম্বর আসামি বলেন তারা ৩ জন আছেন। এছাড়া ওসি, ইউএনও আছেন। ২০ হাজার টাকা ছাড়া সমাধান করা যাবে না। না হলে নিউজ হবে। তখন টাকা দেওয়ার বিষয়ে আব্দুল জলিল অপারগতা জানালে ২ নম্বর আসামি হুমকি দেয় ২ দিনের মধ্যে নজমুল ইসলাম খানকে জেলে পাঠাবে। এরমধ্যে বিভিন্ন মাধ্যমে টাকা না দিলে গ্রেফতার ও হয়রানি করার হুমকি দিয়ে ভুক্তভোগী নজমুল ইসলাম খানের বক্তব্য না নিয়ে কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশ করে কথিত সাংবাদিক নজরুল ইসলাম। এ ঘটনায় গত রোববার নজমুল ইসলাম খান ওই কথিত সাংবাদিক পরিচয় দানকারির সাথে যোগাযোগ করলে সে হুমকি দিয়ে জানায় তার বিরুদ্ধে আরো ২৫টি পত্রিকায় নিউজ আসবে।
ভুক্তভোগী নজমুল ইসলাম খান জানান, ‘কিছুদিন আগে আমার হার্টে বাইপাস সার্জারি হয়েছে। পারিবারিক একটি আকদ অনুষ্ঠানের দোয়ার ছবি দেখিয়ে এরা আমাকে ব্লেকমেইল করছিল। সরাসরি প্রশাসনের দোহাই দিয়ে চাঁদা দাবি করে। না দেওয়ায় হুমকি হয়রানি করছে। আমি খোঁজ নিয়ে দেখেছি অনেকের সাথে এরা এসব করে। নিরুপায় হয়ে থানায় মামলা করেছি।’
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply