ইতালি যুবলীগ মনফালকনে ২১ আগস্ট  গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া ইতালি যুবলীগ মনফালকনে ২১ আগস্ট  গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদন্ড ৫ আগস্টের পর সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায়  বদলে গেছে কুড়িগ্রাম জেলা কারাগারের চিত্র কমলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের সবজি বাগান পুড়ে ছাঁই : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ন্যাশনাল জব ফেস্ট হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বড়লেখায় ৩১শ’ প্রান্তিক কৃষকের মাঝে আউশ বীজ ও সার বিতরণ কুলাউড়া রেলওয়ে স্টেশন দূর্ভোগ যেখানে নিত্যনৈমিত্তিক বিষয় মাধবপুর হাসপাতালে বউয়ের লাশ রেখে স্বামী ও শাশুড়ির পালায়ন

ইতালি যুবলীগ মনফালকনে ২১ আগস্ট  গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া

  • রবিবার, ২২ আগস্ট, ২০২১

ইতালি প্রতিনিধি ::

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে যুবলীগ মনফালকনে। ২১ আগস্ট শনিবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে আব্দুর রাফিক লিটনের সভাপতিত্বে, সোহাগ মুন্সি ও মামুন আল রশিদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত,পাঠ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান, বিশেষ অতিথি ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন (তপন), মনফালকনে আওয়ামী লীগের নেতা সারোয়ার কাওসার (সবুজ), প্রধান বক্তা এম.ডি জনি মিয়া, বিশেষ বক্তা নুরুল হক বেপারী, সুজন হাওলাদার, হাজী শহিদুল হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন,আব্দুর রব তাপস মিয়া, এম.ডি স্বপন, জহিরুল ইসলাম জনি, হাবিবুর রহমান মোল্লা, আব্দুল সাত্তার, সাহিদ সারোয়ার, নাজমুল হাসান, হাবিবুর রহমান, লুৎফর শিকারী, সোহান বেপারী শামীম হোসেন প্রমুখ ।

বক্তৃরা তাদের বক্তব্য বলেন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা-কর্মীসহ ২২ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী। নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নিহত বেগম আইভি রহমানসহ ২২ জন শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী খুনিদের ফাঁসি অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং নিহতদের বিদেহী আত্তার মাগফেরাত কামানায় বিশেষ মোনাজাত করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews