প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক অনুদান দিচ্ছেন –উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক অনুদান দিচ্ছেন –উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে টিলাকেটে ঝুঁকিপূর্ণ বসতঘর; দুর্ঘটনার আশঙ্কা ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কুড়িগ্রামে জিআরের চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৬ নিটার প্রশাসনের ইফতার মাহফিল আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ  নাগেশ্বরীতে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার  সোনালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানী ও অসদাচরণের অভিযোগ ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক উলিপুরে দুই ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন  কমলগঞ্জে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টার্জিত টমেটো

প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক অনুদান দিচ্ছেন –উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি

  • সোমবার, ৮ জুন, ২০২০

এইবেলা, কমলগঞ্জ ::

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যÿ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানুষের জীবনমান উন্নয়নে নানা খাতে ব্যাপক আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। একমাত্র আলøাহ পাকই পারেন এই গজব থেকে আমাদের মুক্তি দিতে। এজন্য সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদÿেপ গ্রহণ করছে।

তিনি রোববার ০৭ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ২২০০ দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নগদ ৫ হাজার টাকা করে এককালীন ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত কমলগঞ্জর সদর, মাধবপুর, ইসলামপুর ও আলীনগর ইউনিয়নের ১৬টি চা বাগানের দরিদ্র পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার পরিচালনায় এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, ইউপি সদস্য, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জের ১৭টি চা বাগানের ২১১৩টি দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার এই চেক প্রদান করা হয়েছে। রোববার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান, মাধবপুর চা বাগান, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান, বাঘাছড়া চা বাগান, কুরঞ্জী চা বাগান, আলীনগর চা বাগান, সুনছড়া চা বাগান, কামারছড়া চা বাগান, দলই চা বাগান, পাত্রখোলা চা বাগান, শ্রীগোবিন্দপুর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, নন্দরানী চা বাগান, নুরজাজাহান চা বাগান ও পদ্মছড়া চা বাগানের ২২০০ দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে পরিবার প্রতি এককালীন ৫০০০ হাজার করে মোট ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews