বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্য (মেম্বার) শপথগ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণকারী চেয়ারম্যানবৃন্দ হলেন- বর্ণি ইউনিয়নের জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউনিয়নের স্বপন কুমার চক্রবর্তী, নিজ বাহাদুরপুর ইউনিয়নের ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নের সালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নের বদরুল ইসলাম ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আজির উদ্দিন। একই অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ৮ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।
মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে’র সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজনগর ইউএনও প্রিয়াংকা পাল প্রমুখ।
এদিকে বিকেল চারটায় বড়লেখা জনমিলনায়তন কেন্দ্রে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু ও আজিম উদ্দিন।#
Leave a Reply