এইবেলা বিজ্ঞাপন ::
কুলাউড়ায় গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে নিহত প্রবাসীর স্ত্রীর অভিযোগ হুমকির ভয়ে ২ সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী ‘সংবাদটি অসত্য মিথ্যা এবং প্রকৃত সত্যের বিপরীতে থাকায় এই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের প্রবাসী মৃত আমিরুল ইসলাম চৌধুরীর স্ত্রী কতৃক গত ১০/০১/২২ ইং তারিখে সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য মিথ্যা এবং সত্যের বিপরীতে প্রদান করায় অভিযুক্ত ব্যক্তিগনের পারিবারিক মর্যাদা, ব্যক্তিগত মর্যাদা এবং সম্মানহানি ঘটেছে।
প্রকৃত পক্ষে আমিরুল ইসলাম চৌধুরী কাতারের দোহায় থাকাবস্হায় গত ০৪/০৪/২০২১ ইং তারিখে রাতে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেন। আমিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর কাতারের সিআইডি পুলিশ পরদিন সকাল বেলা তাহার মৃত দেহ নিয়ে এবং তার যথারীতি সকল ডাক্তারী পরীক্ষায় পুলিশ নিশ্চিত হয় যে, তার মৃত্যু স্বাভাবিক ভাবে হয়েছে। কাতারের ডাইরেক্ট অব পাবলিক হেলথ ডিপার্টমেন্ট প্রদত্ত গত ০৭/০৪/২০২১ তারিখের রেজি নং ৭৪৮/২০২১ ইং যুক্ত Death Certificate এ Cause of Death “acute heart failure due to natural causes ” যে কারণে এম্বেসি অব দি পিপলস অব বাংলাদেশ দোহা কাতার গত ০৮/০৪/২০২১ তারিখে রেজিঃ নং BE(Q)LW-Death – 64/2021/1258 মূলে Cause of Death Normal(Acute Heart Failure Due to Natural Causes)উল্লেখ “No Objection Certificates “ইস্যু করে আমিরুল ইসলাম চৌধুরীর মৃত্যু দেহ বাংলাদেশে প্রেরণ করে।এছাড়াও আমিরুল চৌধুরীর মৃত্যুর পূর্বে কাতার সরকারি হাসপাতালে হৃদযন্ত্রের অসুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেন। তাহার পরিবার মৃত দেহ স্বাভাবিক ভাবে গ্রহন করে এবং সরকার কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের টাকা ও গ্রহণ করেন।
দীর্ঘ নয় মাস পর হঠাৎ করে আমিরুল ইসলাম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার মিথ্যা অভিযোগ সংবাদ সম্মেলন করায় অভিযুক্ত ব্যক্তিগণ মর্মাহত, হতবাক এবং বিস্মিত হন। যে কারণে মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নিরীহ প্রবাসী ব্যক্তিগণ এবং বাড়িতে থাকা তাহাদের বৃদ্ধ পিতা মাতা ও আত্মীয়স্বজন বিভ্রান্ত হচ্ছেন।#
Leave a Reply