এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা কামউনিস্ট পার্টির উদ্যোগে বুধবার ১৬ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলের স্লোগান ছিলো- দাম কমাও, জান বাচাঁও। শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্ত্বরে পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
পথসভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে কেবল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। খাবার তেল, চাল, ডাল ও পেয়াজের উর্ধ্বগতিতে এদেশের মেহনতি মানুষের জীবন বাচাঁনো দুষ্কর হয়ে পড়েছে। গরীবের অর্থ লুট করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভূতুর্কি দেয়া। এই সরকারের দু:শাসন থেকে মানুষকে বাচাঁতে হবে। সময় এখন দু:শাসন থেকে মুক্তির।#
Leave a Reply