এইবেলা, বড়লেখা::
বড়লেখায় সমাজসেবী সংগঠন গ্রেটভিশন এসোসিয়েশনের উদ্যোগে মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল বৃহস্পতিবার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহিদুর রহমান জুনেদের সভাপতিত্বে ও সহসভাপতি শাহিদুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা সভাপতি ও ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ কামাল উদ্দিন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটভিশন এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, হাফেজ ফয়ছল আহমদ, আজির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নাহিদ হোসেন, আহমাদুল হাসান, ফাউদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি স্তম্ভ। পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে। রমাজান মাস মানুষের দিশারী এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবর্তীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ্য থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্যে যা সহজ তা চান এবং যা তোমাদের জন্যে কষ্টকর তা চান না, এজন্যে যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply