বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় সড়ক নিরাপত্তা সপ্তাহে ঈদ উদযাপন নিরাপদ, আনন্দময় ও উৎসবমূখর করার লক্ষে ট্রাফিক পুলিশ শনিবার দিনব্যাপি কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে সচেতনতামুলক প্রচারাভিযান চালিয়েছে। উপজেলার কাঠালতলী বাজারে ইউপি কার্যালয় সম্মুখে সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কাউছার দস্তগীর। এসময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট এসআই মোস্তাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়কে শৃঙ্খলা আনয়নে পুলিশ সদস্যরা গনপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালক, হেলপার, মোটরসাইকেল আরোহী ও যাত্রীদের মধ্যে ‘নিরাপদে চালাবো গাড়ি, সুস্থভাবে ফিরবো বাড়ি’ এই শ্লোগানসহ ট্রাফিক আইন সংক্রান্ত নানা সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply