কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হককে বদলীজনিত কারণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদ, কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ প্রেসক্লাব, মণিপুরী ললিতকলা একাডেমি, উপজেলা স্কাউটস, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গত রোববার ও সোমবার এসব বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় উপজেলা স্কাউটস, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
এদিকে গত রোববার সন্ধ্যায় মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি. দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করে মণিপুরি ললিতকলা একাডেমী। ললিতকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক শুভাশীষ সমীরের সঞ্চালনায় ও গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যান পরিষদের সভাপতি আনন্দ মোহন সিংহ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম সিংহ, প্রভাষক রাবেয়া খাতুন, শিক্ষক সুতপা সিনহা প্রমুখ।#
Leave a Reply