এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ মে) উপজেলা পরিষদ হলরুমে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন।
কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার উদ্দিন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমদ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, নবীব চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় অচিরেই ধুমপান বিরোধী সচেতনতামুলক কার্যক্রমের পাশাপাশি আইন বাস্তবায়নে টাস্কফোর্স মাঠে নামবে । ধূমপান ও তামাক গ্রহণে ক্যান্সার, হাঁপানি ও যক্ষ্মাসহ নানা জটিল রোগ সৃষ্টি হতে পারে যে কারণে তামাক নিরুৎসাহিত করার জন্য তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা বন্ধ, অপ্রাপ্ত বয়স্কদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রি না করা, গণজমায়েত, গণপরিবহন, শপিংমল, ট্রেন ও বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পাবলিক পয়েন্টে ধূমপানমুক্ত সাইন স্থাপন এবং তামাকের কুফল জনসম্মুখে পৌঁছে দেয়ার লক্ষে প্রচার-প্রচারণা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করা হয়।#
Leave a Reply