এইবেলা, বড়লেখা :
ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বিকেলে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তারা মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধক যে কোন আইনে সংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানান। কুমিল্লায় ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কালের কন্ঠের লিটন শরীফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জালাল আহমেদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এজে লাভলু প্রমুখ।
Leave a Reply