কুলাউড়ায় এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ২ যুবক আটক কুলাউড়ায় এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ২ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

কুলাউড়ায় এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ২ যুবক আটক

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৭)কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৬ মে রাতে ওই শিক্ষার্থীর পিতা কুলাউড়া থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত অপর একজনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুকিদ মিয়া ও আব্দুছ ছত্তার নামক অভিযুক্ত জনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মে) বিকেলে বিদ্যালয়ের ছুটি শেষে ওই ছাত্রী তার ছেলে বন্ধুর সাথে উপজেলার হিঙ্গাজিয়া রাবার বাগানে বেড়াতে যান। এ সময় সেখানে ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের বাসিন্দা জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির বাসিন্দা মো. শমশের মিয়ার ছেলে আব্দুছ ছত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা মিয় (২৫) এবং অজ্ঞাতনামা আরও ১ জন ছিলেন। ওই ছাত্রী ও তার বন্ধুকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে যায় ওই ৫ যুবক। ছাত্রীর বন্ধুকে হাত-মুখ বেধে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ওই যুবকরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী রাতে বাড়িতে ফিরে গিয়ে অভিভাবককে বিষয়টি জানান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ওই ছাত্রীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা (নং ৪৩) দায়ের করেন। ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews