বড়লেখা প্রতিনিধি::
বড়লেখায় ২০২১-২০২২ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায় এর আওতায় আরডি ও এফএফদের কার্প মিশ্রচাষ, মনোসেক্স তেলাপিয়া ও পাবদা-গুলসা-টেংরা চাষ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের উপস্থাপনায় সমাপনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা কবির আহমদ প্রমুখ। প্রশিক্ষণে মোট ১৮ জন পুকুর মালিক প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে ৫ কেজি করে উন্নত জাতের পোনা মাছ ও ১৮০ কেজি মাছের খাদ্য বিতরণ করা হয়।
Leave a Reply