বড়লেখা প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা পেয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ জাতীয় সামাজিক সংগঠনের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখা। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচা’র ৯ম জাতীয় মহাসমাবেশে সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতাবৃদ্ধি ও সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। মহাসমাবেশের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের হাতে দেশ সেরার সম্মাননা স্মারক তুলে দেন।
সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত নিসচা’র মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply