কমলগঞ্জে নুপুর শর্মাকে সমর্থন করে ফেইসবুকে পোস্ট : যুবক গ্রেফতার কমলগঞ্জে নুপুর শর্মাকে সমর্থন করে ফেইসবুকে পোস্ট : যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ : বিজিবির হাতে শিশুসহ ৫ বাংলাদেশী আটক বড়লেখায় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় নিঃশর্ত ক্ষমা চাইলেন যুবলীগ নেতা- বড়লেখায় জিম্মি রেস্টুরেন্ট খুলে দিলেন ব্যবসায়ি নেতৃবৃন্দ কুলাউড়ার ব্রাহ্মণবাজারে পূবালী ব্যাংকের নতুন ভবনে যাত্রা শুরু কমলগঞ্জের শমশেরনগর : বিমান বাহিনীর ৫২ তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও  মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযান কমলগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল মেটালেন জেলা আহবায়ক জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন

কমলগঞ্জে নুপুর শর্মাকে সমর্থন করে ফেইসবুকে পোস্ট : যুবক গ্রেফতার

  • সোমবার, ১৩ জুন, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকা থেকে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দেয়ায় কারনে সাধারন জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে বিক্ষোদ্ধ মুসল্লীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। পুলিশ অভিযুক্ত এক যুবককে আটক করেছে। ঘটনার কারনে এলাকায় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের রাখার স্বার্থে উভয় যুবকের বাড়ীতে ও মাধবপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায় .উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং গত রোববার (১২জুন) রাতে সোশাল মিডিয়ায় নুপুর শর্মাকে সমর্থন করে উস্কানিমূলক পোস্ট দেয়। মৃহুর্তের মধ্যেই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যসে ভাইরাল হয়ে পড়ে। ফলে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে প্রতিবাদ মুখর হয়ে উঠেন। পরে তার এক বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চায় অমিত সিং। কিন্তু ক্ষমা চাইলেও শেষে বলে এটা বাংলাদেশ সেটা সে জানতো না। জনতার বিক্ষোদ্ধ হওয়ার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে রাতেই গ্রামের বাড়ী থেকে অমিত সিং কে গ্রেফতার করা হলে পরিস্থিতি শান্ত হয়। তার অপর এক সঙ্গি একই ইউনিয়নের সেভেন সিং এর ছেলে সঞ্জয় সিং পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে । এ সময় পুলিশের সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি ইয়ারদৌস হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, উস্কানিমূলক পোস্ট দেয়ার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews