সিলেট ঢাকা রেল লাইন : নন স্টপেজ যাত্রা চাই সিলেট ঢাকা রেল লাইন : নন স্টপেজ যাত্রা চাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত স্পার্ক ট্যাঙ্ক’২৪ এর রেজিষ্ট্রেশন  চলছে কুলাউড়ার ভুকশিমইলে রাস্তার বিরোধ নিয়ে ৬ পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ কুলাউড়ায় এমএনএইচ ব্রিকফিল্ড ইজারা দিয়ে বিপাকে মালিকপক্ষ! উধাও ইজারাদার!  বড়লেখায় প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি জুড়ীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কমলগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্নালংকার ও নগদ অর্থ লুট কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন কমলগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সিলেট ঢাকা রেল লাইন : নন স্টপেজ যাত্রা চাই

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
২২ জুন ২০২২ ইং তারিখে কানলি ট্রেন যোগে ঢাকায় এসেছি। ট্রেন জার্নি আমার মত হয়তো সবার নিকট জনপ্রিয়। আমাদের সিলেট থেকে ছেড়ে আসা সবকটি ট্রেনে ঢাকা টু সিলেটের এই যাত্রা পথে যাত্রীদের অনেক কষ্ট করতে হয়। যখন ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া,ভৈরব ও নরসিংদী স্টেশনে যাত্রী তুলে। আপনি আমি এসি বা নন এসি বগিতে বসলেও ওই সমস্ত স্টেশনের বিনা টিকেট বা স্ট্যান্ডিং টিকেটের যাত্রী নামের মাদকাসক্ত,হকার ও ছাত্রদের হয়রানিতে শান্তিতে বসতে পারবেন না। এই লাইনে যারা যাতায়াত করেন এমন অভিজ্ঞতা আশা করি সবার রয়েছে।
আবার দেখা যায় ট্রেনের গার্ডরা ওই রকম বিনা টিকেটের যাত্রীদের ৫০/১০০ টাকার বিনিময়ে ট্রেনে তুলে থাকে।
আজ আমি শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে কানলি ট্রেনের এসি বগি গ ২৭ নং সিটে উঠার পর পাশের একজনের সাথে হালকা পরিচয় হয়। এরপর ঘুমিয়ে পড়ি।
যখন ভৈরব আসলাম তখন অসভ্য যাত্রীদের হাল্লা চিৎকারে ঘুম ভেঙে যায় এবং উঠে দেখি আমাদের বগিতে দন্ডায়মান যাত্রীতে ভরপুর।
এভাবে যখন নরসিংদীতে আসলো একজন যাত্রী এসে আমাদের উপরের ব্যাগগুলো একপাশে সরিয়ে তার খালি দুটি লাগেজ রাখছেন। আমি বললাম ভাই আপনি আমাদের ব্যাগ আমাদের মাথার উপর থেকে এভাবে সরিয়ে রাখছেন কেন? আপনার ব্যাগ বড় এগুলো নিচে রাখতে পারেন? তখন দেখি তিনি বলেন আমি সিরিয়ালে রাখছি,কোন অসুবিধা হবে না আর আমার ব্যাগ নিচে রাখবো কেন বলে আমাকে উল্টো প্রশ্ন করে। আমি প্রথমে ভাবলাম হয়তো টিকেট কেটেছেন।
যখন আমি দন্ডায়মান মানুষের ছবি তুলতেছি তখন গার্ড দৌড়ে এসে এই আপনারা এখান থেকে বের হয়ে যান,দেখছেন না ছবি তুলতাছে। তখন আমার পাশে আরও কয়েকজন প্রতিবাদী হলেন গার্ড এর উপর।
এরপর গার্ড এসে তার অসহায়ত্বের কথা জানায়। আমি জিজ্ঞেস করলাম এরা কি টিকেট কেটেছে? গার্ড বলে এখানে কেউ রাজনীতি করেন, কেউ মাদকাসক্ত, কেউ ছাত্র আমার একার পক্ষে তাদের মুখোমুখি হওয়া কষ্ট কর।
আমি বললাম ওই ব্যাগ ওয়ালা ব্যক্তি কি টিকেট কেটেছেন? বলেন না এভাবে প্রতিদিন এরকম একটি দল বিনা টিকেটে, কেউ দন্ডায়মান টিকেটে ট্রেন ভ্রমণ করেন। এদের বিরুদ্ধে কিছু করা যায় না…..
আমাদের মূল দাবী হচ্ছে যেহেতু পারাবত,জয়ন্তীকা,কালনী,উপবন এই ট্রেনগুলো সিলেট লাইনে চলে তাই সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত এই ট্রেনগুলোর স্টপেজ থাকবে এর পর নন স্টপেজ ঢাকা যাবে।
ঢাকা চিটাগং লাইনে যদি নন স্টপেজ এ ট্রেন চলতে পারে তাহলে আমাদের সিলেট লাইনে কেন চলতে পারবে না? আসুন আমরা সিলেটী যারা আছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এই দাবীর প্রতি একাত্মতা পোষণ করে এই দাবী বাস্তবায়নে সোচ্চার হোন।
সৈয়দ সালাউদ্দিন
দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল,প্রতিনিধি
০১৭১২৮৫২৭৮৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews