জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডিএমএফ ডিগ্রীধারী চি‌কিৎসক‌দের জাতীয় সংগঠন বাংলা‌দেশ ডি‌প্লোমা মে‌ডি‌কেল এসোসিয়েশন বিডিএমএ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ জুন মঙ্গলবার জুড়ী সরকারী ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য় আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা, ঔষাধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠ‌নের কেন্দ্রীয় তথ‌্য ও গ‌বেষণা সহ সম্পাদক ও সমন্বয়ক মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ত্রাণ বিতরণ বিভাগ, ডাঃ এ কে এম সামছু‌দ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো, তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসুণ চম্পু, আল আমিন আহমদ, ডাঃ ক‌মলেন্দু রায়, ডাঃ মোঃ আব্দুল মু‌হিত, ডাঃ রাহুল কা‌ন্তি দাস, ডাঃ নিলয় , ডাঃ না‌দিয়া ফেরদৌস, ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাঈম , ডাঃ তামান্না শাওন পান্না , ডাঃ মিঠুন চন্দ্র নাথ, ডাঃ স্বপন তালুকদার, ডাঃ সালমা বেগম। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণে সা‌র্বিক সহযোগীতা করেন জুড়ী উপজেলা স্কাউটের সহকারী ক‌মিশনার এবাদুর রহমান। উক্ত ত্রাণ বিতরণে ১০০ প‌রিবা‌র কে চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন দেয়া হয়। আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন জায়গা থেকে আগত রোগী‌কে চি‌কিৎসা সেবা ও বিনামূ‌ল্যে ঔষধ প্রদান করা হয়।

কেন্দ্রীয় নেতা ডা. এ কে এম সামছুদ্দিন ব‌লেন ডি‌প্লোমা চি‌কিৎসকরা জাতীর জনকের ১ম পঞ্চবা‌র্ষিকী প‌রিকল্পনা প্রনয়‌ণের পর থে‌কে গ্রামীণ মানু‌ষের চি‌কিৎসা সেবা প্রদান ক‌রে যা‌চ্ছে এবং ভ‌বিষ‌্যতেও এই রকম সেবা অব‌্যহত থাক‌বে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews