কুলাউড়ায় সামাজিক বনায়নে খাসিয়াদের বাঁধা : বনবিভাগের ২৫ হাজার চারা ক্ষতি কুলাউড়ায় সামাজিক বনায়নে খাসিয়াদের বাঁধা : বনবিভাগের ২৫ হাজার চারা ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় যানজট নিরসনে অভিযানে অর্ধশত গাড়ির চাবি জব্দ কমলগঞ্জে মন্দির সংস্কার ও অস্বচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদানের চেক বিতরণ কুলাউড়ায় আ’লীগের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী : নিরাপত্তা চেয়ে থানায় জিডি মণ্ডপের নিশ্চিদ্র নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে বিজিবি-সেক্টর কমান্ডার শ্রীমঙ্গল জুড়ীতে পূজামণ্ডপ কমিটির সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ বড়লেখা শ্রমিক ইউনিয়নের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি নিটারের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক আবুল কালাম

কুলাউড়ায় সামাজিক বনায়নে খাসিয়াদের বাঁধা : বনবিভাগের ২৫ হাজার চারা ক্ষতি

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ভাটেরা সংরক্ষিত বনে ১০ হেক্টর বনভুমিতে বনায়নের চারা রোপনে খাসিয়াদের বাঁধা দেয়ায় ব্যাহত হচ্ছে সরকারের সামজিক বনায়ন কার্যক্রম। বনায়নে রোপনের জন্য সৃজিত ২৫ হাজার চারা বিনষ্ঠের আশঙ্কা করছে বনবিভাগ। খাসিয়াদের বাঁধার কারণে সামাজিক বনায়ন ব্যাহত হলে বনবিভাগ ও উপকাভোগীদের আনুমানিক ১০ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে খাসিয়া ও বনবিভাগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বন বিভাগ সুত্রে জানা যায়, ভাটেরা সংরক্ষিত বনাঞ্চলের আওতাধীন কালিয়ারআগা এলাকায় পতিত ১০ হেক্টর বনভুমিতে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে ২০২১-২২ অর্থ সনে সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বর মাসে ২৫ হাজার চারা রোপন করা হয়। এবং গত কয়েক মাসে বনায়নের নির্ধারিত স্থানে চারা রোপনের লক্ষ্যে জঙ্গল পরিষ্কারসহ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে সম্প্রতি চারা রোপন শুরু করে বনবিভাগ। গত ১২ জুলাই বনায়নে দিনব্যাপী চারা রোপন করে বনবিভাগ। পরদিন ১৩ জুলাই ইছলাছড়া পুঞ্জির বাসিন্দা ইয়ট ও হ্যাভেন খাসিয়া বনবিভাগের বনায়ন কার্যক্রমে বাঁধা প্রদান করে। খাসিয়াদের বাঁধার কারণে বনবিভাগও উপকারভোগীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বনায়নের উপকারভোগীরা জানান, কালিয়ারআগা এলাকায় পতিত ২৫ একর বনভুমিতে কখনও খাসিয়াদের দখলে ছিল না। কোন ধরনের পান গাছ, লেবু গাছ ছিল না। স্থানীয় বাসিন্দা খয়রুল আমিন চৌধুরী টিপুর দখলে ছিলো জায়গাটি। তিনি জায়গাটি বনবিভাগের কাছে হস্তান্তর করলে সেখানে সামাজিক বনায়নের উদ্যোগ নেয় বনবিভাগ। সামজিক বনায়নের জন্য নির্ধারিত এই জায়গা থেকে খাসিয়াদের বসবাসস্থল অর্থাৎ বছিলাছড়া পানপুঞ্জির দূরত্ব ৩ কিলোমিটার। অথচ খাসিয়ারা ইচ্ছাকৃতভাবে জবরদখলের উদ্দেশ্যে বনবিভাগের সামজিক বনায়নে বাঁধা প্রদান করছে।।

বনায়ন বাঁধাগ্রস্থ হওয়ায় সরকারের কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে বনবিভাগ। ২৫ হাজার চারা রোপন করা হলে এবং সামাজিক বনায়ন বাস্তবায়ন হলে সরকার এবং উপকারভোগীদের ১০ কোটি টাকা আয় হত। অথচ খাসিয়াদের জমির কোন মালিকানা না থাকার পরও সরকারের বনায়ন তথা বাগান সৃষ্টিতে বাঁধা হয়ে দাঁড়ানোয় একদিকে ২৫ হাজার চারা নষ্ট হচ্ছে, অন্যদিকে বনায়নের জায়গা পরিষ্কার করাতে শ্রমিকের ব্যয় এবং বীজতলায় ২৫ হাজার চারা রোপনে বনবিভাগের ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে ইতিমধ্যে।

এ ব্যাপারে কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমদ জানান, আমরা ২১-২২ সনে সামাজিক বনায়নে কার্যক্রম জুন মাসে অতিবৃষ্ঠির কারণে শেষ করা যায়নি। ঈদের পরপরই ১২ জুলাই থেকে চারা রোপন কার্যক্রম শুরু হয়। ১৩ জুলাই খাসিয়ারা চারা রোপনে বাঁধা দেয়। উপজেলা চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে আপাতত কাজ বন্ধ। ২-১ দিনের মধ্যে সমাধান দেবেন বলে জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews