কুলাউড়ায় পল্লীবিদ্যুতের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় পল্লীবিদ্যুতের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের উন্নয়নে জেলাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই- জেলা প্রশাসক কমলগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ গ্রেফতার-২ মাধবপুরে শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন : ৫ পদে লড়লেন ১৫ প্রার্থী বড়লেখায় রেলওয়ের লীজ গ্রহীতার ভূমি জবর দখল ও দোকান ঘর নির্মাণের অপচেষ্টা হবিগঞ্জে চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণের শিকার কলেজছাত্রী “কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যাকান্ড” প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খুন করে ঘাতক জুনেল প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আনজুমকে হত্যা, ঘাতক জুনেল গ্রেপ্তার বড়লেখায় আখড়ায় চুরি : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভা

কুলাউড়ায় পল্লীবিদ্যুতের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

 ২০ দিন ধরে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এইবেলা, কুলাউড়া :: পল্লীবিদ্যুৎ সমিতি কুলাউড়ার সাব জোনাল অফিসের এজিএম নাজমুল হক তারেক ও বরমচাল অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ জয়নাল আবেদীন এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করায় উল্টো মামলা দিয়ে গ্রাহক লুৎফুল হায়দারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীতে এলাকাবাসীর আয়োজনে মানবনবন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে ভুক্তভোগী গ্রাহক আজিজুল হায়দারের পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছয়ফুল ইসলাম, সমাজকর্মী নাজমুল ইসলাম প্রমুখ। কর্মসূচীতে স্থানীয় এলাকার নারীসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও ২০ দিন ধরে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে উল্টো সেই গ্রাহককে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে গ্রাহক লুৎফুর হায়দারকে মুক্তি প্রদান ও মামলা প্রত্যাহার করে সংযোগ পুনঃস্থাপন করার দাবি জানান। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

ভুক্তভোগী গ্রাহক আজিজুল হায়দার বলেন, আমার মাতা একজন ডায়বেটিস, হার্ট ও পেসারের রোগী। বিদ্যুৎ বিল পরিশোধ করলেও এই জেরে ২০ দিন ধরে আমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করায় আমার অসুস্থ মাতা মাহমুদা খানম অতি গরমে কষ্টের মধ্যে আছেন। বিদ্যুৎ না থাকায় আমার মায়ের পায়ের হাঁড় ক্ষয় ও কোমরের হাঁড় ক্ষয়ের জন্য থেরাপি এবং শ্বাস কষ্টের জন্য নেবুলাইজার (গ্যাস) দিতে পারছিনা। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানাচ্ছি।

জানা গেছে, এক মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও পল্লী বিদ্যুৎ বরমচাল অভিযোগ কেন্দ্রের জয়নাল আবেদীন তাঁর লোকজনদের নিয়ে ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা গ্রাহক লুৎফুর হায়দারের বসতবাড়ির বিদ্যুৎ লাইন গত ২৮ আগস্ট বিচ্ছিন্ন করে দেয়। এর প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এজিএম নাজমুল হক ও ইনচার্জ জয়নাল আবেদীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরলে সংযোগ বিচ্ছিন্ন করার ১২দিন পর গ্রাহক লুৎফুর হায়দারকে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়।

পল্লীবিদ্যুৎ সমিতি কুলাউড়ার সাব জোনাল অফিসের এজিএম এম নাজমুল হক তারেক বলেন, ওই গ্রাহক পুনঃসংযোগের কোন আবেদন করেননি। আবেদন করলে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews