বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার শ্রেষ্ট সহকারী শিক্ষিকা (মহিলা ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা বেগম। তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
রোববার জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান সহকারী শিক্ষিকা নাজমা বেগমকে জেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলার শ্রেষ্ট সহকারী শিক্ষিকা নাজমা বেগম ২০১০ সালের ২০ সেপ্টেম্বর বড়লেখা উপজেলার গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জননী। স্বামী ট্রাভেল্স ব্যবসায়ী সাইবুর রহমান বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
Leave a Reply