এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে ৩১ অক্টোবর সোমবার সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে কাকার ঘর ভাঙচুর করেছে আপন ভাতিজারা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করে ০১ নভেম্বর মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার জয়পাশা গ্রামের নিলমনি বৈদ্যর সাথে তার প্রয়াত নিত্য বৈদ্যর ছেলের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিলো। প্রয়াত নিত্য বৈদ্যর ছেলেরা নিলমনি বৈদ্যের ক্রয়কৃত জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত। ইতিপূর্বে জয়গা নিয়ে ভাতিজারা নিলমনি বৈদ্যকে একাধিকবার সারপিট করেছে। এর ধারাবাহিকতায় সোমবার দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিত্য বৈদ্যের ছেলেরা নিলমনি বৈদ্যের ঘরে হামলা চালায়। শুধু ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ক্ষান্ত হয়নি চালিয়েছে লুটপাট। নগদ টাকা, স্বর্নালংকার লুট এবং ঘর ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন করে হামলাকারীরা। এসময় বসতভিটা রক্ষা করতে গিয়ে নিলমনি বৈদ্য হামলার শিকার হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সাবিত্রী রানী জানান, সোমবার রাতে তারা খোলা আকাশের নিচে রাত্রী যাপন করেন।
এঘটনায় নিলমনি বৈদ্যের স্ত্রী সাবিত্রী রানী বৈদ্য কুলাউড়া থানায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিযুষ বৈদ্য (৫০), রানা বৈদ্য (৪৫) ও রণ বৈদ্য (৪০) কে আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##
Leave a Reply