কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাহিত্যের অন্যপাঠ “স্রোত ” সম্পাদক কবি গোবিন্দ ধর এর বাংলাদেশে শুভাগমন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে এক সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার (0৪ মার্চ) রাত ১০টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা প্রদানের আয়োজন করে স্রোত সাহিত্য পরিষদের কমলগঞ্জ শাখা। অনুষ্ঠানে ভারতীয় কবি গোবিন্দ ধরকে কমলগঞ্জ শাখা স্রোত সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও টি শার্ট প্রদান করা হয়।
শাখার সভাপতি কবি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শামীম আকনজী। আলোচনায় অংশ নেন কবি শহীদ সাগ্নিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, প্রভাষক জমসেদ আলী, কমলগঞ্জ সাংবাদিক সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক খুরশেদ আলম, শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply