কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ মার্চ রবিবার দুপুর ১২ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন উপজেলার উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, র্যালী ও অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করে।
দূর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো – এই প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আহসান হাবীব, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলো।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। সভার সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার সিব্বির আহম্মেদ এ সময় তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে উপজেলা চত্বরে এ মহড়া আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
Leave a Reply