কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে মো: ইয়াসিন মিয়া (১৩) পরিবারের সকলের অজান্তে ঘরের গোসলখানায় বর্গার সাথে গলায় মায়ের শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে মৃত জসীম উদ্দিন এর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বাইসাইকেল চালিয়ে পাশের ঘরের শিশু বাচ্চার কপালে সাইকেল লাগিয়ে রক্তাক্ত জখম করে। এ কারণে ইয়াসিনের মা ইয়াসিনকে শাসন ও গালাগালি করে। মায়ের শাসনও গালাগালির কারণে মায়ের প্রতি অভিমান করে রাত অনুমান ১০ ঘটিকার সময় মায়ের কাপড় দিয়ে শিশু ইয়াসিন মিয় গলায় ফাঁস দেয়। রাগ ভাঙ্গাতে গেলে মা দেখতে পায় গোসলখানায় বর্গার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সাইফুল আলম বলেন, ১৩ বছরের এক শিশু মায়ের উপর অভিমান করে মায়ের শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews