কুলাউড়া উপজেলায় সাহেদ রাজু ও নেহার বিজয়ী কুলাউড়া উপজেলায় সাহেদ রাজু ও নেহার বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

কুলাউড়া উপজেলায় সাহেদ রাজু ও নেহার বিজয়ী

  • বুধবার, ৮ মে, ২০২৪

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ হেভিওয়েট নেতাকে ধরাশায়ী করে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সিলেটের ফুলতলী পীর সমর্থিত আল ইসলাহর প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

বেসরকারি ফলাফল অনুসারে ১০৩টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ৯০ হাজার ৬৪৮ ভোটের মধ্যে দোয়াত কলম প্রতিক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাপ পিরিচ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৪২। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতিকে ১৭ হাজার ২৯৮ ভোট এবং আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান মোটর সাইকেল প্রতিকে ৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস পেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার (চশমা) ৩১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (ফুটবল) প্রতিকে ৭১ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাতেহা ফেরদৌস চৌধুরী ২১ হাজা ৫১৮ ভোট।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews