এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট নামক স্থানে ১৮ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১০ টায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল আহমদ (৩২) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল উপজেলা জয়চন্ডি ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র।
মোটরসাইকেলের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলাউড়া এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায় নি।
ফায়ার সার্ভিস স্টেশন কুলাউড়া সুত্রে জানা যায়, জুড়ী উপজেলা থেকে কাজ শেষ করে নিজের বাড়িতে ফেরার পথে কুলাউড়া -জুড়ী রোডের আছুরীঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন দুলালসহ ২ মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অন্য মোটরসাইকেল আরোহীকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপসার সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।##
Leave a Reply