এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুরে অসহায় দরিদ্র মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। আমেরিকা প্রবাসী মাসুকুর রহমানের সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং হাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুলাউড়া আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, হাজীপুর-শরীফপুর জামায়াতের তত্ত্বাবধায়ক মাহীরুল ইসলাম, হাজীপুর জামায়াতের সভাপতি শাহরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ ইব্রাহীম, বায়তুলমাল সম্পাদক জামিলুর রহমান, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব।
পরে ৭নং ওয়ার্ডসহ ইউনিয়নের শতাধিক হতদরিদ্র মানুষের হাতে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply